১১১ কেন্দ্রে ৫ বিষয়ে অনুপস্থিত ১১৩৭ জন

2

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গতকাল মঙ্গলবার রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র ও উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাঠানো তথ্যে জানা যায়, এদিন মোট পরীক্ষার্থী ছিলেন ৬৩ হাজার ৫৫৪ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৬২ হাজার ৪১৭ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম জেলায় অনুপস্থিত ৭৯৪ জন, কক্সবাজার জেলায় ১৮৬ জন, রাঙামাটি জেলায় ৪৭ জন, খাগড়াছড়ি জেলায় ৬০ জন এবং বান্দরবান জেলায় ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে এদিন কোনো পরীক্ষার্থী ও পরিদর্শককে বহিষ্কার করা হয়নি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ১১১ কেন্দ্রে ৫ বিষয়ে পরীক্ষার্থী ছিল ৬৩ হাজার ৫৫৪ জন। তবে পরীক্ষা দিতে আসেনি ১ হাজার ১৩৭ জন। কেন্দ্রের অবস্থা স্বাভাবিক ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।