১০ নারীকে সম্মাননা প্রদান

32

সরকারের যুগ্ম সচিব, বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, দেশে নারীর ক্ষমতায়ন এখন অনেক দৃশ্যমান। সরকারের প্রশাসনের বিভিন্ন স্তরে নারীরা শক্ত হাতে দেশ পরিচালনা করছে। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের প্রশাসনসহ সর্বস্তরে নারীর ক্ষমতায়নের পরিসর ক্রমশঃ বেড়েই চলেছে। গত সোমবার আন্তর্জাতিক নারী দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে মাসিক চাটগাঁ ডাইজেস্ট এর উদ্যোগে শীর্ষ ১০ পেশাজীবী নারী সম্মাননা ’২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিমত ব্যক্ত করেন। মাসিক চাটগাঁ ডাইজেস্ট এর সম্পাদক সিরাজুল করিম মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটগাঁ ডাইজেস্টর এর সম্পাদকমÐলীর সদস্য ডা. শাহানা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর ওম্যান এর ডিরেক্টর প্রফেসর রেহানা আলম খান, চট্টগ্রাম ওম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি মিসেস রুহী মোস্তফা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. আনজুমান আরা ইসলাম ও চট্টগ্রাম লেডিস ক্লাবের প্রাক্তন সভাপতি মিসেস জিনাত আজম। অনুষ্ঠানে সংবর্ধিত শীর্ষ ১০ পেশাজীবী নারী হলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আকতার, বাংলাদেশ চা বোর্ডের সচিব (ভারপ্রাপ্ত) লুৎফুন নাহার, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এডভোকেট সাহেদা বেগম শিউলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফার ইয়াসমিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর আফরোজা কালাম, চট্টগ্রাম ওম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক মোসাম্মত রোজিনা আক্তার লিপি, দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক (ফিচার) নুসরাত সুলতানা, আল আরাফাহ ইসলামী ব্যাংক লি. কদমতলী শাখার ম্যনেজার মির্জা আসমা ফেরদৌস, সাবিনা’স কিচেনের সত্ত¡াধিকারী সাবিনা ইকরাম সিরাজ এ্যানি। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সংবর্ধিত নারীদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও উপহার তুলে দেন। সম্পাদক সিরাজুল করিম মানিক প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে শারমীন আক্তার কবি জীবনানন্দ দাশ এর কবিতা ‘শঙ্খচিল’ ও মাহবুবা তৈয়ব ঐশী ‘নারী পারি’ কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সংবির্ধত নারী প্রফেসর ড. সৈয়দ খুরশিদা বেগম ও এ কে খান গ্রুপের নির্বাহী পরিচালক নুরউদ্দিন চৌধুরী’র জ্যেষ্ঠ কন্যা তাসিন চৌধুরীর জন্মদিন উপলক্ষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জন্মদিনের কেক কাটেন। বিজ্ঞপ্তি