১০০ মিটার ফ্রি-স্টাইলে রেকর্ড গড়ে সোনা জিতলেন ড্রেসেল

92

টোকিও অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে সোনা জেতার পথে রেকর্ড গড়েছেন কাইলেব ড্রেসেল। সেই সঙ্গে গেমসের এক আসরে অন্যতম সফল সাতারু হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের এই সাতারু।
চলতি অলিম্পিকে নিজের দ্বিতীয় সোনা জেতার পথে ড্রেসেল সময় নিয়েছেন ৪৭.০২ সেকেন্ড। তিনি পেছনে ফেলেছেন কাইল চালার্সকে। ২০১৬ রিও অলিম্পিকে ৪৭.০৮ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন অস্ট্রেলিয়ান সাতারু।
অন্যদিকে যার রেকর্ড ভেঙেছেন ড্রেসেল, সেই কাইল চালার্স মাত্র ০.০৬ সেকেন্ড পেছনে থেকে রুপা জিতেছেন। আর রাশিয়ান অলিম্পিক কমিটির ক্লিমেন্ট কোলেসনিকোভ (৪৭.৪৪) জিতেছেন ব্রোঞ্জ। এর আগে যুক্তরাষ্ট্রের হয়ে ৪*১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে সোনা জিতেছেন ড্রেসেল।