১শ গজের মধ্যে লিকেজ, ২ দিনেও জানে না ওয়াসা

11

নিজস্ব প্রতিবেদক

দামপাড়ার ওয়াসা ভবনের একশ গজের মধ্যেই পানির সরবরাহ লাইনে লিকেজ সৃষ্টি হয়েছে। লালখানাবাজার হাইলেভেল রোডের মুখে সৃষ্ট লিকেজ থেকে দিনে-রাতে বের হচ্ছে পানি। গত বৃহস্পতিবার সকাল থেকে এই লিকেজের কারণে প্রচুর পানি নষ্ট হচ্ছে। দুইদিনেও ওয়াসা এই লিকেজ মেরামতে কোনো উদ্যোগ নেয়নি। এমনকি লিকেজ সম্পর্কে জানে না ওয়াসা।
এলাকাবাসীর অভিযোগ, লিকেজের বিষয়ে ওয়াসাকে অবহিত করার পরও কোনো ব্যবস্থা নেয়নি।
লালখান বাজার এলাকার বাসিন্দা শেখ মহিউদ্দিন বাবু বলেন, হাইলেভেল রোডে দুইদিন ধরে একটি লিকেজ থেকে প্রচুর পানি বের হচ্ছে। এতো পানি নষ্ট হচ্ছে, অথচ ওয়াসা চুপ করে আছে। ওয়াসার ৪০ গজের মধ্যে যদি এই অবস্থা হয় তাহলে পুরো শহরের অবস্থা কি? আমরা ওয়াসাতে অভিযোগ করেও কোনো সমাধান পায়নি। দিনে রাতে সমান তালে পানি পড়ছে। একদিকে আমরা মিতব্যয়ী হওয়ার কথা বলছি, অন্যদিকে ওয়াসার মতো প্রতিষ্ঠান অবহেলার মাধ্যমে পানি নষ্ট করছে। এটি খুবই অন্যায়।
দুই দিন ধরে লিকেজ সমস্যার সমাধান না করার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, হাইলেভেল রোডে কোনো লিকেজের খবর আমরা পায়নি। আমাদের জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতাম। এখন আমরা সেটার খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।