হ্যালো হসপিটাল

38

‘হ্যালো হসপিটাল’ আউটডোর সেবা নিয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চালু করেছে বিশেষিত হসপিটাল। সপ্তাহের প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকদ্বারা সেবা দেওয়া হবে। বিনামূল্যে স্বাস্হ্যসেবায় গাইনী, ডায়াবেটিস, চর্ম ও যৌন, মেডিসিন হরমোন, চক্ষু পরীক্ষা সহ ভিন্ন ভিন্ন রোগের চিকিৎসকগন রোগী দেখবেন। তাছাড়া ডায়াবেটিস, রক্তচাপ নির্নয়, রক্তের গ্রুপ ও জন্ডিস পরীক্ষা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। সামুদা কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডের অর্থায়নে এবং আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের তত্বাবধানে ফ্রি স্বাস্থ্যসেবা পরিচালিত হবে গোলাম আলী নাজির বাড়ী, চান্দগাঁও চট্টগ্রাম ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে। সংস্থার চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন বলেন বৃহত্তর চান্দগাঁও এলাকায় প্রাথমিকভাবে এ হসপিটাল চালু করা হয়েছে। ৭ সেপ্টেম্বর হতে যাত্রা করা এ হসপিটাল সকল বয়সের সকল পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা নিতে পারবে। যে কোন এলাকার যে কেউ এসে ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করতে পারবে। ভবিষ্যতে তিনি এ হসপিটালের পরিধি আরো বৃদ্ধি করে সাধারন গরীব অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাই তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অনলাইনে টেলিমেডিসিন সেবা, হোম সার্ভিস নার্সিং সেবা, এম্বুল্যান্স সেবা, অক্সিজেন সরবরাহ চলমান থাকবে। বিজ্ঞপ্তি