হ্যান্ডশেক করে নিষিদ্ধ ফুটবলার

29

সাবেক চেলসি ফরোয়ার্ড সলোমন কালুকে সাময়িক নিষিদ্ধ করেছে তার বর্তমান ক্লাব হার্থা বার্লিন। অনুশীলনে সামাজিক দূরত্ব না মেনে সতীর্থদের সঙ্গে হ্যান্ডশেক করায় এ নিষেধাজ্ঞা পেলেন আইভরি কোস্ট ফরোয়ার্ড। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শীর্ষ ফুটবল স্থগিত থাকার পর অনুশীলনে ফিরেই দীর্ঘদিন পর সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে হ্যান্ডশেক করতে শুরু করেন কালু। ফেসবুক লাইভের সেই ভিডিওতে দেখা যায় ৩৪ বছর বয়সী মিডফিল্ডার দলের সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে হাত মেলাতে এগিয়ে যাচ্ছেন। কিন্তু করোনার সময় হ্যান্ডশেক করা যে রীতিমত অন্যায়ের তালিকায় পড়ে! কালুর এই নিয়মের তোয়াক্কা করা মানসিকতা মেনে নেয়নি জার্মান ফুটবল লিগ (ডিএফএল) কর্তৃপক্ষ।
তারই প্রেক্ষিতে হার্থা বার্লিন জানায়, আইভরিয়ান কোস্ট তারকাকে সাময়িকভাবে অনুশীলন ও সব ধরনের ম্যাচে সাময়িক নিষেধাজ্ঞার কথা। কালু অবশ্য এরপর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন।