হোমিওপ্যাথিক পরিষদের বিজ্ঞান সেমিনার

103

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার আয়োজনে ‘দন্ত রোগীর ক্লিনিক্যাল কেস স্টাডি ও রেপাটরী’ বিষয়ক বিজ্ঞান সেমিনার আজিজুর রহমান হোমিওপ্যাথিক কলেজের শিক্ষক, বাহোপ চট্টগ্রাম জেলা সভাপতি ও কেন্দ্রিয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্যরে সভাপতিত্বে গত ২০ ডিসেম্বর বিকেল ৩টায় চকবাজারস্থ বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাহোপ চট্টগ্রাম জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. এসএম রবিউল হোসাইন। বাহোপ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনাম এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাহোপ মহানগর শাখার সভাপতি ডা. মৃদুল কান্তি দে, প্রধান বক্তা ছিলেন বাহোপ চট্টগ্রাম জেলা সহ-সভাপতি ডা. এস এম ছালেহ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন বাহোপ চট্টগ্রাম জেলা সহ সভাপতি ডা. আব্দুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক অধ্যক্ষ ডা. জহরলাল ভট্টাচার্য্য, ডা, রতন কুমার বনিক, ডা. এম এ, বশার, ডা. মোহাম্মদ মহসীন, অধ্যক্ষ ডা. পিসি সাহা, ডা. কাবেরী দাশ, ডা. কাজী মোহাম্মদ সলিমউল্ল্যা। আলোচনা করেন ডা. মুহাম্মদ এহতেশামুল হুদা, ডা. খাইরুন্নেসা মুন্নী, ডা. অনিমা পাল, ডা. মৃনাল কান্তি নাথ, ডা. আবদুল হালিম, ডা. রেজাউল করিম, ডা. আবু সাঈদ নাসের, ডা. ওমর ফারুক, ডা. অমিতা দেবী, ডা. জামাল উদ্দিন, ডা. লুৎফুন্নেসা, ডা. মীর শারমিন আকতার, ডা. আনোয়ার হোসাইন, ডা. যতীন্দ্র নাথ বল্লভ প্রমুখ।
সভাপতি বলেন, মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মতোই দাঁতের বিশেষ দায়িত্ব আছে। প্রধান অতিথি বলেন, অজ্ঞতার জন্যই দাঁতে রোগ দানা বাঁধে। প্রধান বক্তা বলেন, প্রচলিত ‘দাঁতে পোকা’ কথাটি ভুল বরং বলা উচিত দাঁতের ক্ষয়। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, পেরিডোনাইটিসের (মাড়ির রোগ) কারণে হার্ট এবং লাং ডিজিজ, আলঝেইমার, স্ট্রোক, ডায়াবেটিস, কোলন ক্যান্সার, প্রিমেচিউর বার্থ ইত্যাদি জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে হার্ট ডিজিজ হবার সম্ভাবনা ৮০% বেড়ে যায়। আশার কথা হলো, মাড়ির যে কোনও রোগ হোমিওপ্যাথিতে সম্পূর্ণ নিরাময়যোগ্য। বিজ্ঞপ্তি