হোমিওপ্যাথিক পরিষদের বিজ্ঞান সেমিনার

13

গত ২৯ নভেম্বর বিকাল ৩টায় বাহোপ চট্টগ্রাম জেলা আয়োজিত ‘সিকেলিকর ও স্যাবাইনার তুলনামূলক আলোচনা’’ শীর্ষক সেমিনার চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবনে জেলা সহ সভাপতি ডা. এস.এম ছালেহ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের স্বনামধন্য প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনাম। প্রধান বক্তা ছিলেন বাহোপ চট্টগ্রাম জেলা কার্যকরী সদস্য ডা. এম.এ বশর। বিশেষ অতিথি ছিলেন বাহোপ চট্টগ্রাম জেলা কোষাধ্যক্ষ ডা. রতন কুমার বণিক, যুগ্ম সম্পাদক ডা. কাবেরী দাশ, ডা. আবু সাঈদ মোহাম্মদ নাসের, ডা. মৃণাল কান্তি নাথ, ডা. ওমর ফারুক। প্রচার সম্পাদক ডা. মোহাম্মদ ইয়াদুল রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. যতীন্দ্রনাথ বল্লভ। আলোচনায় আরোও অংশ নেন ডা. লুৎফুন্নেসা, ডা. মীর শারমিন আকতার, ডা. রেজাউল করিম, ডা. আবদুল হালিম, ডা. মঞ্জুশ্রী চৌধুরী, ডা. তাহমিনা, ডা. হাছিনা আকতার, ডা. এস.এম রবিউল ইসলাম, ডা. রাধারাণী গোস্বামী প্রমুখ। বিজ্ঞপ্তি