হৃদয়ে বাঘাইছড়ির উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

30

বাঘাইছড়িকে সবুজ বৃক্ষে ঢেলে সাজানোর লক্ষে সামাজিক সেবামূলক ও অরাজ নৈতিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি।
গত রবিবার পৃথক ২টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়। হৃদয়ে বাঘাইছড়ি কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সাধারণ সম্পাদক পিয়াল দত্তের সঞ্চালনায় ও হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনের প্রতিষ্ঠতা ও সভাপতি প্রকৌশলী মো. মাহমুদুল হাসান সোহাগের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু। তিনি বলেন, আজ প্রকৃতির বিরুপ আচরণে বাংলাদেশ দুর্যোগ কবলিত। বর্তমানে দেখা যায় শীত এবং গ্রীষ্মকালে অতিরিক্তমাত্রায় বৃষ্টি ও খরা ইত্যাদি কারনে দেশের জন জীবন আজ বিপষস্ত হয়েছে। এরুপ অবস্থার দুরীকরণে হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনটি যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসণীয়। সরকারের পাশাপাশি বেসরকারিভাবে এ সংগঠনটি বাঘাইছড়িতে সকল উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করে সামাজিক দ্ধায়-বদ্ধতা ও জবাব দিহিতার সৃষ্টান্ত প্রমান করেন। তাই তিনি হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
সংগঠনের প্রতিষ্ঠতা সভাপতি প্রকৌশলী মো. মাহমুদুল হাসান সোহাগ বলেন, সকলের আন্তরিকতায় আর পরিশ্রমেই সবুজ বনায়ন গড়ে উঠবে।আজ বাঘাইছড়ি শিক্ষার্থীরা নিজের সময়কে বাঘাইছড়ির জন্য উৎসর্গ করছে। এটি একটি সুবার্তা আগামীতে বাংলাদেশ বিনির্মাণ করবে বর্তমান প্রজন্ম তাই সবাইকে দেশের প্রতি দেশের মানুষের প্রতি অগাত ভালবাসা থাকতে হবে। তোমাদের পরিশ্রমে বাংলাদেশ এক দিন বহুদুর এগিয়ে যাবে। বাঘাইছলিড় কাচালং সরকারি ডিগ্রি কলেজ ও বাইতুশ শরফ মাদ্রাসায় প্রায় ২শ বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। বিশেষ অতিথি ছিলেন মো. গিয়াস উদ্দিন আল মামুন। এতে অন্যদের মধ্যে হৃদয়ে বাঘাইছড়ি কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. সালাউদ্দিন, হৃদয়ে বাঘাইছড়ি আহবায়ক মো. সাহাদাত হোসেন, সদস্য সচিব শান্ত দেব, চট্টগ্রাম ইউনিটের সদস্য সচিব মো. তৈয়বুর রহমান, বাঘাইছড়ি ইউনিটের আহবায়ক সদস্য মো. মজিবুর রহমান। বৃক্ষরোপণ কর্মসূচির পরিচালনা উপ-কমিটির আহবায়ক মো. নজরুল ইসলাম প্রমুখ।