হিলভিউ পাবলিক স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

17

নগরীর বায়েজিদ থানাধীন হিলভিউ পাবলিক স্কুলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গতকাল বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। স্কুল মিলনায়তনে অর্ধশতাধিক শিক্ষার্থী মেলায় তাদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। মিথেন গ্যাস উৎপাদন, ফায়ার সেফটি, বিদ্যুৎসাশ্রয়ী প্রকল্প, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, পানি থেকে গ্যাস উৎপাদন, গ্রিন হাউসসহ নানা ধারণা তুলে ধরার চেষ্টা করে ক্ষুদে বিজ্ঞানীরা।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি লায়ন সফিকুল ইসলামের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সিএমপির ডিসি (পোর্ট) শাকিলা সুলতানা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার সরকার, বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস জাহান, বন গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র রিসার্স অফিসার জহিরুল আলম, হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মনীরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক কায়সার রিজভী, মোহাম্মদ আবু তাহের প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হিলভিউ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল আলম। মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি