হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ ইপিজেড থানার সমাবেশ

24

 

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ ইপিজেড থানার উদ্যোগে সংখ্যালঘুদের সাংবিধানিক মর্যাদা প্রতিষ্ঠা ও নব নির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে গতকাল শুক্রবার এক সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি প্রভাত বড়–য়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দ্রাশীষ ভট্টাচর্য্য আশীষের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এডভোকেট রানা দাশ গুপ্ত। উদ্বোধন করেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. জিনবোধি মহাস্থবির। অতিথি ছিলেন কেন্দ্রীয় ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত। প্রধান বক্তা ছিলেন মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। মহান অতিথি ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব সাধন সাধু ঠাকুর, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, ইপিজেড থানাও ওসি মো. হোসেন। সংবর্ধেয় অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। বিশেষ অতিথি ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান নাছির উদ্দিন, ইপিজেড থানা আওয়ামী লীগের সাবেক আহবায়ক হারুন অর রশীদ, ঐক্য পরিষদ ইপিজেড থানার যুগ্ম সম্পাদক বিশ্বজিত পালিত ও মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ। উপস্থিত ছিলেন এডভোকেট রুবেল পাল, সুমন দে, অমিত পালিত অংকুর, ড. নাই প্রু নেলি, কাশী নাথ, ডা. এস কে বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি