হিজড়াদের পাশে বন্ধু

45

 

চট্টগ্রামে কোভিড-১৯ পরিস্থিতিতে জার্মান ডক্টরস্ এর অর্থায়নে এবং আইসিডিডিআর,বি’র সার্বিক তত্ত্বাবধানে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) হালিশহর ড্রপ ইন সেন্টারের উদ্যোগে ডিআইসি প্রাঙ্গণে দুস্থ হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ জানুয়ারি রোববার চট্টগ্রাম নগরের ১৫০ জন দুস্থ হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে জরুরী ত্রাণ বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন আইসিডিডিআরবি এর সিনিয়র মনিটরিং অফিসার মারুফ বিন বাশার, বন্ধন মানব উন্নয়ন সংঘের সভাপতি মো.আলী আহমেদ হারেজ, ডিআইসি ম্যানেজার মো.হারুন আর রশিদ, বন্ধু হিজড়া ফেলো সাংবাদিক ওমর ফারুক, এডভোকেট জাফর হায়দার, হিজড়া গুরু মা জুলিয়া, গুরু মা কবিতা, গুরু মা পায়েল, গুরু মা নিপা, গুরু মা অঙ্কিতা প্রমূখ।