হিজাছড়ি-ঢেবাছড়ি প্রাথমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন

63

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার হিজাছড়ি-ঢেবাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সোমবার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা, উপজেলা সহকারি শিক্ষা অফিসার রুপময় চাকমা এবং ১ ও ২ নং ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও অমরজীব চাকমা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক প্রীতিময় চাকমা। এ সময় আরও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক উজ্জ্বল আহমেদ, কৃতি শিক্ষাথী অমৃত চাকমা ও দীগন্ত তঞ্চঙ্গ্যা, প্রাক্তন ছাত্র হরিলাল চাকমা ও রাজীব কান্তি তঞ্চঙ্গ্যা, প্রাক্তন ছাত্র বিশ্বমিত্র তঞ্চঙ্গ্যা, ভূমিদাতা প্রতিনিধি মিলন চাকমা এবং বিদায়ী প্রধান শিক্ষক হলধর তঞ্চঙ্গ্যা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে ৫০ বছরের বর্তমান সময়ের স্মৃতিচারণ করেন এবং যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করে বর্তমানে উচ্চ শিক্ষায় আলোকিত হচ্ছেন তারা যেন সেই অর্জিত শিক্ষার আলো নিজ এলাকায় ছড়িয়ে দিয়ে সমাজ তথা দেশ উন্নয়নে ভূমিকা রাখে তার আহবান জানান।