হিজরি নববর্ষ উদযাপন পরিষদ সাংস্কৃতিক কমিটির সভা

68

হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে হিজরি নববর্ষ ১৪৪১ বরণ অনুষ্ঠান আগামী ১ মহররম ১ সেপ্টেম্বর রবিবার দুপুর ২টা থেকে নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে। দেশাত্মবোধক, হামদ, নাতে রাসূল (দ), গজল, মাইজভান্ডারী সঙ্গীতসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে হিজরি ১৪৪০ কে বিদায় এবং নববর্ষ ১৪৪১ কে বরণ করে নেবেন বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক সংগঠনের শায়ের ও শিল্পীবৃন্দ। হিজরি নববর্ষ বরণ উপলক্ষে সাংস্কৃতিক কমিটির প্রস্তুতি সভা ৩ জুলাই বিকালে নগরীর ষোলশহরস্থ আলমগীর খানেকাহ্ শরিফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সাংস্কৃতিক সচিব শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। তিনি বলেন, হিজরি সন ঘিরে মুসলমানদের জীবনধারা পরিচালিত হয়ে আসছে। হিজরি তারিখ মেনে দুই ঈদ, ঈদে মিলাদুন্নবী (দ.), ঈদে মেরাজুন্নবী (দ), আশুরা, শবে বরাতসহ নানা দিবস পালিত হয়ে থাকে। তাই মুসলমানদের জীবনধারার সঙ্গে মিশে আছে হিজরি সন। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের যুগ্ম সাংস্কৃতিক সচিব শায়ের মুহাম্মদ মঈনুদ্দীন কাদেরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন শায়ের মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন কাদেরী, শায়ের মুহাম্মদ আলী জিন্নাহ, শায়ের মুহাম্মদ ছালামত রেযা কাদেরী, শায়ের ইয়ার মুহাম্মদ রেজভী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী প্রমুখ। বিজ্ঞপ্তি