হাসপাতালে হামলায় সিরীয় সরকারের দায়ী থাকার আশঙ্কা প্রবল : জাতিসংঘ

27

জাতিসংঘের অভ্যন্তরীণ এক তদন্ত প্রতিবেদনের সারাংশে বলা হয়েছে, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর প্রাণঘাতি হামলায় সিরীয় সরকার ও তাদের মিত্রদের জড়িত থাকার জোরালো আশঙ্কা রয়েছে। ওই সারাংশ হাতে পেয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এতে বলা হয়েছে, তদন্ত দলের খতিয়ে দেখা সাতটি হামলার মধ্যে তিনটির নেপথ্যেই প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনী কিংবা তার মিত্ররা ভূমিকা রেখেছিলো।
১৮৫ পাতার একটি গোপনীয় অভ্যন্তরীণ প্রতিবেদন থেকে সারাংশটি তৈরি করেছেন জাতিসংঘরে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এই সারাংশটি উপস্থাপন করা হয়েছে। ওই প্রতিবেদনে সাতটি বিমান হালার ঘটনা খতিয়ে দেখা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সিরীয় সরকার বা তার মিত্ররা একটি হামলা চালিয়েছে বলে মনে করার বিশ্বাসযোগ্য কারণ রয়েছে। আবার অন্য একটি হামলা সরকারি বাহিনী একাই চালিয়েছে বলে জোরালো সন্দেহ রয়েছে। জাতিসংঘের সদর দফতর থেকে আল জাজিরার প্রতিবেদক জেমস বায়েস বলেছেন প্রতিবেদনে সিরীয় সরকারের মিত্র উল্লেখ থাকলেও সেটি বিমান সহায়তা দেওয়া রাশিয়া বলে ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে।