হাসপাতালে নেয়ার পথে প্রসূতি মায়ের মৃত্যু

52

সন্দ্বীপ প্রতিনিধি
সন্দ্বীপ থেকে চট্টগ্রাম নেয়ার পথে প্রসব জটিলতায় এক প্রসুতি মা’য়ের মৃত্যু হয়েছে। প্রসূতির নাম কুলসুমা বেগম (২৪)। তিনি সন্দ্বীপ পৌরসভার বাগেরহাট এলাকার রাজমিস্ত্রী সাইফুলের স্ত্রী। বুধবার ১১/০৫/২০২২ ইং দুপুরে সন্দ্বীপ চ্যানেলে গুপ্তছড়া-কুমিরা রুটে নৌ-দুর্ভোগের ফলে যাত্রাপথে বিলম্ব হওয়ায় গর্ভবতী এই নারীর মৃত্যু ঘটেছে বলে নিহতের স্বজনরা দাবী করেছেন। কুলসুমা বেগমের প্রাথমিকভাবে ডেলিভারির চেষ্টা করা হয় বাড়িতে গ্রামের ধাত্রী দিয়ে। সেখানে কুলসুমা বেগম অজ্ঞান হয়ে যায়। বাড়িতে ডেলিভারির চেষ্টা ব্যর্থ হলে অজ্ঞান অবস্থায় তাকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নেয়া হয় ভোর ৪ টার দিকে। সেখানকার মিডওয়াইফরা প্রাথমিক চেক আপের পর রোগীর অবস্থা সংকটাপন্ন দেখে তাকে দ্রুত চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। স্বজনরা দ্রুত রোগীকে গুপ্তছড়া ফেরীঘাটে নিয়ে যায়। সকাল সাতটায় স্টীমার সার্ভিসে করে তাকে সীতাকুণ্ডের কুমিরা ঘাটে নিয়ে যাওয়া হয়। সকাল সাড়ে দশটার দিকে একটি ভাড়া করা গাড়ীতে হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পরেন প্রসূতি মা কুলসুমা। পরে জাহাজের ফিরতি সার্ভিসে কুলসুমার লাশ সন্দ্বীপে নিয়ে যাওয়া হয়। এদিকে দ্রুত যানের অভাবে রোগী পারাপারে জটিলতা সৃষ্টি হওয়াতে বিরুপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে সন্দ্বীপবাসির মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে কেউ অভিযোগের তীর ছুড়ছেন স্বাস্থ্য বিভাগের উপর, কেউ অভিযোগের তীর ছুড়ছেন প্রশাসনের উপর। সাধারণ জনগণের ভাষ্যমতে, স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের অবহেলার কারণে স্বাস্থ্য বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান কল্যাণ মন্ত্রণালয়ের প্রায় কোটি টাকার দুইটি সী-অ্যাম্বুলেন্স অকেজো হয়ে পড়ে আছে।