হালিশহর আই ব্লক সড়ক পরিদর্শনে উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ

123

 

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব আলহাজ¦ এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেছেন, হালিশহর আই ব্লক এলাকায় বসবাসকারীদের অনুমোদিত কাগজে কলমে মন্ত্রণালয় জায়গা বরাদ্দকালে বাড়ীর সম্মুখস্থ সড়ক দুই পাশে নালাসহ ৩০ ফুট চওড়া নির্ধারিত থাকলেও কিছু কিছু অবৈধ দখলদার বাড়ীওয়ালারা দু’পাশে সড়ক বেদখল হয়ে প্রায় ২০ ফুটে এসে ঠেকেছে। যা অত্র এলাকায় বসবাসকারী নিরহ মানুষদের ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে। যেকোন দুর্ঘটনায় যদি কোন কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হয় তাহলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করে এলাকা দুর্ঘটনামুক্ত করা কঠিন হয়ে দাঁড়াবে। অত্র লেইনের সড়কের নির্মাণ কাজ শুরু হাওয়ায় এলাকাবাসীর সিটি কর্পোরেশনের প্রতি উক্ত সড়কটি ৩০ ফুট চওড়া করার জন্য চিঠি দিয়ে জানানোর পরও উক্ত লেইনের সড়কটি দখলমুক্ত না হওয়ার তা এলাকাবাসীর জন্য ক্ষোভের কারণ হয়ে দাড়িয়েছে। তাই অনতিবিলম্বে সড়কটি মন্ত্রনালয় অনুমোদিত নালা সহ ৩০ ফুট বরাবর রেখে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তিনি জোর দাবী জানান। তিনি গত ২০ জুলাই হালিশহর আই ব্লক শহর ৯নং লেইন সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনের গেলে স্থানীয় জনসাধারনের সাথে আলাপকালে উপরোক্ত বক্তব্য রাখেন। এসময় ছিলেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা লায়লা ইব্রাহিম বানু, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম, সাংগঠনিক সচিব ফয়েজুর রহমান বেলাল, সদস্য মিজানুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি