হালনাগাদের সময়ও অনলাইনে আবেদন নেবে ইসি

5

পূর্বদেশ ডেস্ক

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের সময়ও অনলাইনে নাগরিকদের কাছ থেকে আবেদন নেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ মে দেশের সব জেলায় এ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন।
এক্ষেত্রে আগামী ৯ জুলাই পর্যন্ত প্রথম পর্যায়ের ১৪০ উপজেলায় কার্যক্রম চলবে। পরে তিন ধাপে অন্যান্য উপজেলায় হালনাগাদ করবে সংস্থাটি।
এ কার্যক্রম হাতে নেওয়ার প্রথম দিকে সিদ্ধান্ত হয়েছিল হালনাগাদের সময় অনলাইনে আবেদন নেওয়া স্থগিত রাখার। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসে কার্যক্রমটি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর জানিয়েছেন, আগের মতোই সব কার্যক্রম চলবে। হালনাগাদের অজুহাতে কোনো কার্যক্রম বন্ধ রাখা হবে না।
অনলাইনে আবেদন করে তার প্রিন্ট কপির সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্র সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।
বর্তমানে ইসির সার্ভারে ১১ কোটি ৩২ লাখ নাগরিকের তথ্য রয়েছে। খবর বাংলানিউজের।