‘হালদা রক্ষায় নৌ থানা হবে’

10

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন খান বলেছেন, দেশের অন্যতম মিঠা পানির কার্প জাতীয় মা-মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় এবার সেখানে স্থাপন করা হবে নৌ থানা।
গত শনিবার সকালে হালদা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম নৌ পুলিশের এসপি মোমিনুল ইসলাম ভুঁইয়া ও সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমান।
এ ব্যাপারে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, হালদা নদীকে রক্ষণাবেক্ষণের জন্য একটা নৌ থানা হবে। এটি কোথায় বা কোন সুবিধাজনক স্থানে স্থাপন করা যায়, মূলত এসব বিষয় যাচাইয়ের জন্য ডিআইজি স্যার এসেছেন। প্রস্তাবিত রাউজান নৌ থানা কোথায় হবে- তা এখনও সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, হালদা নদী রক্ষা করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নৌ পুলিশের অভিযানও নিয়মিত রয়েছে। সামনে মা মাছ ডিম ছাড়বে, তাই আমাদের সর্তকতাও বেড়েছে।