হালদা ভ্যালীর সহকারী ম্যানেজার কারাগারে

51

বন বিভাগের করা মামলায় কারাগারে গেলেন ফটিকছড়ির হালদা ভ্যালী চাগানের সহকারী উপ-ব্যবস্থাপক রাজিব আহমেদ রানা। গতকাল মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। বন আদালতের ম্যাজিস্ট্রেট বেগম সুস্মিতা আহমদের আদালত এই আদেশ দেন।
বনবিভাগের সহকারী পরিচালক শফিউল করিম মজুমদার বলেন, গত ২২ জুন করা বন ধ্বংস সংক্রান্ত একটি মামলার (নং ৮২/১৯) ধার্য্য তারিখে হালদা ভ্যালীর চা বাগানের সহকারী উপ-ব্যবস্থাপক রাজিব আহমেদ রানা আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে। রাজিব আহমেদ রানা ফটিকছড়ি টেকবারিয়া চা বাগানস্থ মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।