হালদা নদী থেকে ৫০০ মিটার ঘেরা জাল জব্দ

11

হাটহাজারী প্রতিনিধি

হালদা নদীতে অবৈধভাবে মাছ শিকার করার সময় ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে হাটহাজারী উপজেলার ছিপাতলী অংশের আলাম্যেরকুম পয়েন্ট এসব জাল জব্দ করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলমের নির্দেশে ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাবু এই অভিযান চালায়। স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় এসব জাল জব্দ করা হয়।
এ ব্যাপারে ইউএনও মো. শাহিদুল আলম জানান, নদীতে জাল দিয়ে মাছ শিকারের সময় স্থানীয় চেয়ারম্যান ও চৌকিদারদের সহায়তায় ৫০০ মিটার জাল জব্দ করা হয়। সরকার হালদাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার পর থেকে সারা বছরই এ নদীতে মাছ ধরা নিষেধ। এরপরও এক শ্রেণির অসাধু লোক নিষেধাজ্ঞা অমান্য করে জাল দিয়ে মাছ শিকার করে আসছে। হালদা নদীর মা মাছ, ডলফিন এবং জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।