হালদা নদীর মোহনায় নৌ পুলিশের অভিযান

23

হাটহাজারী প্রতিনিধি

দেশের অন্যতম মিঠা পানির কার্প জাতীয় মা-মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে নৌ পুলিশ অভিযান চালিয়ে তিন হাজার মিটারের দুইটি নিষিদ্ধ সুতার ভাসান জাল জব্দ করেছে। গত ১১ আগস্ট হালদা নদীর মোহনায় (কালুরঘাট সেতু সংলগ্ন) হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাশ মুন্সির হাটস্থ হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এসব ভাসান জাল উদ্ধার পূর্বক জব্দ করে বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী এসআই মাহাবুব আলম জানান, মৎস্য দস্যুরা মাছ শিকারীদের পাতানো দুইটি তিন হাজার মিটারের ভাসান জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা। এছাড়া নৌ পুলিশের হেফাজতে থাকা জব্দকৃত জালগুলি সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার নাজমুল হুদা রনি নিদের্শনায় পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। পাশাপাশি হালদা ও নদীর জীববৈচিত্র রক্ষায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।