হালদা নদীতে নৌ পুলিশের অভিযানে

6

হাটহাজারী প্রতিনিধি

দেশের অন্যতম মিঠা পানির প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় মা-মাছের প্রজনন মৌসুমেও নদীতে মিলছে অবৈধ জাল। গত ১৮ মে হালদা নদীর মোহনায় অভিযান চালিয়ে পাতানো আবস্থায় সাড়ে চার হাজার মিটার সুতার জাল জব্দ করেছে নৌ-পুলিশ। উক্ত অভিযানের নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাশ হাটস্থ হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মো. এনামুল হক। তিনি জানান, হালদা নদীর মোহনা এলাকায় অভিযান পরিচালনা করে চার হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ করা হয়। তিনি আরও জানান, নদীতে এখন চলছে কার্প জাতীয় মা-মাছের আনাগোনা। গত দুই দিন আগে মা-মাছ ডিম ছেড়েছে। এতে করে মা-মাছ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। আর এই সুযোগে এক শ্রেণির অসাধু মাছ শিকারীরা অবৈধভাবে মা-মাছ শিকারে বেপরোয়া হয়ে উঠেছে। তাই হালদা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে নৌ-পুলিশ।