হালদা নদীতে ইউপি চেয়ারম্যানের অভিযানে ঘেরা জাল জব্দ

2

রাউজান প্রতিনিধি

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় দের হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ। গত ৬ সেপ্টেম্বর রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশে নদীর রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, হালদার সুরক্ষায় সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছে। এরপরও একদল অসাধু চক্র হালদা নদী থেকে মা মাছ শিকার, বালু উত্তোলন ও হালদার স্বাভাবিক জীববৈচিত্র্য বিনষ্ট হয় এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাত ১০টার সময় এরকমই একটি চক্র নিষিদ্ধ জাল বসিয়ে মাছ শিকার করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এতে কাউকে আটক করা সম্ভব না হলেও ঘেরা জাল জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ বলেন, গত মঙ্গলবার রাত ১০টার সময় নদীর রাউজানের আজিমের ঘাট পয়েন্টে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।