হালদা থেকে সাড়ে ৪ হাজার মিটার জাল জব্দ

16

পূর্বদেশ অনলাইন
হালদা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ মিটার সুতার জাল জব্দ করেছে নৌ পুলিশ সদস্যরা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও সদরঘাট নৌ থানার অফিসারের নেতৃত্বে কালুরঘাট সেতুর পূর্বদিকে হালদা নদীর মোহনা থেকে এসব জাল জব্দ করা হয়। সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, হালদা নদীর মোহনা থেকে অবৈধভাবে পাতানো অবস্থায় ৪ হাজার ৫০০ মিটার সুতার জাল উদ্ধার করে প্রচলিত বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজে প্রাকৃতিক মৎস্য প্রজননের সুরক্ষার জন্য নৌ পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।