হালদা থেকে কারেন্ট জাল জব্দ

44

দেশের একমাত্র মিঠা পানির কার্প জাতীয় (রুই, কাতাল, মৃগেল ও কালিবাইল) মা-মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকা হতে হালদার মোহনা পর্যন্ত বিভিন্ন স্পটে অবৈধভাবে মাছ শিকার করতে নদীতে পাতানো অসাধু মৎস্য দস্যুদের এসব জালগুলো আইডিএফ’র কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা জব্দ করেন। জব্দকৃত এসব জাল ওইদিন দুপুর নাগাদ হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিনের কাছে সোপর্দ করেন।
এ ব্যাপারে ইউএনও বলেন, সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত সকালে বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে আইডিএফ’র সহযোগিতায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। হালদা নদীকে অসাধু মৎস্য দস্যুদের কবল থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।