হালদায় ডিম সংগ্রহ সংক্রান্ত সচেতনতামূলক সভা

5

হাটহাজারী প্রতিনিধি

কার্প জাতীয় মা-মাছের ডিম ছাড়ার আসন্ন প্রজনন মৌসুমে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীর হাটহাজারী অংশের স্থানীয় ডিম সংগ্রহকারী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে। গত ১৯ এপ্রিল উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের মাছুয়াগোনা হ্যাচারি ও গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। এ সময় সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা (অতি:দায়িত্ব) পীযুষ প্রভাকর, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকার, উত্তর মার্দশা ইউপি চেয়ারম্যান শাহেদুল আলম, মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেছা, ডিম সংগ্রহকারী মৎস্যজীবি কামাল, মো. নাজিম. মো. শফি ও আবু তৈয়ব উপস্থিত ছিলেন। সভায় সকলের মতামতের ভিত্তিতে ডিমসংগ্রহকালে নদীতে পরিদর্শনের নামে কোন ইঞ্জিচালিত নৌকা চলাচল না করা, হ্যাচারীতে অস্থায়ী সিসি ক্যামরা স্থাপন, পর্যাপ্ত পানির ব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুত বিকল্প হিসেবে জেনারেটর, সেলু পাম্প এবং ডিম রক্ষার্তে দৈনিক নদীর পানি পরীক্ষা করার সিদ্ধান্ত গৃহিত হয়।