হালদাপাড়ে নানা আয়োজনে ডলফিন দিবস পালন

18

হাটহাজারী প্রতিনিধি

মিঠাপানির ডলফিন সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচির অংশ হিসেবে হালদা নদীর তীরে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালিত হয়েছে। ‘শুশুক ডলফিন রক্ষা করি, জলজ প্রতিবেশ ভাল রাখি’ ¯েøাগানে এবার চট্টগ্রাম বন বিভাগ ও জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে। গতকাল সোমবার দুপুরে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে অবস্থিত বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ রিসোর্স সেন্টার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ সুমনী আকতার। এতে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া।
রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্যের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার। এতে বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, হাটহাজারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, আইডিএফ এর জোনাল ম্যানেজার মোহাম্মদ শাহআলম, গড়দুয়ারা ইউনিয়নের চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়–য়া ও ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর।
উপস্থিত ছিলেন হাটহাজারীর সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ওসি মোহাম্মদ একরাম উল্লাহ, গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, উত্তর মাদার্শা ইউপি চেয়ারম্যান মো. শাহেদুল আলম, গহিরা ইউপি চেয়ারম্যান নুরুর আবছার এবং বিনাজুরী ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল রবি প্রমুখ।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির মিঠাপানির কিছু জলজ প্রাণী এ ডলফিন বিশ্বের বিভিন্ন নদীতে আছে মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে শুধু হালদায় ছিল ১৭০টি। তবে চলতি বছর পরিচালিত জরিপে হালদায় ১৪৭টির মতো ডলফিন মিলেছিল। ২০২০ সালের জরিপে মিলেছিল ১২৭টি, ২০১৮ সালে ছিল ১৬৭টি। ২০১৭ সালে ২০০টি ডলফিনের অস্তিত্ব ছিল বলে অনুমান করেন সংশ্লিষ্টরা। তবে উদ্বেগজনক হচ্ছে, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র পাঁচ বছরে মোট ৩৯টি ডলফিনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু-একটি বাদ দিলে প্রায় সব মরা ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একাধিক ডলফিন হত্যাও করা হয়। এ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।