হারের আশঙ্কায় নির্বাচন বর্জন করছে বিএনপি

27

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও হারতে পারে, এই আশঙ্কায় এ নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। তিনি বলেন, ‘নির্বাচনে হারতে হারতে বিএনপি জয়ের আশা ছেড়ে দিয়েছে। উপজেলা নির্বাচন বয়কট করতে চাচ্ছে, যাতে হারের জ্বালা সইতে না হয়।’
গতকাল বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। খবর বাংলা ট্রিবিউনের
ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় নির্বাচনে শোচনীয় পরাজয়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির কালো ব্যাজ ধারণ করা উচিত।’ বিএনপি নির্বাচন ফোবিয়ায় (ভীতি) ভুগছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি এবং জাতীয় পার্টি উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত করবে কিনা, জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘উন্মুক্তই যদি করবো তাহলে এত আয়োজন করে মনোনয়ন ফরম বিতরণ কেন? মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগ পর্যন্ত আপনারা বলতে পারেন না, কে অংশ নেবে আর কে নেবে না? শেষ মুহূর্তেও অনেকে সিদ্ধান্ত বদল করতে পারে। তবে কারা নির্বাচনে অংশ নিচ্ছে, আর কারা নিলো না সে বিবেচনায়, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের ট্রেনও কারও জন্য থেমে থাকবে না। উপজেলা নির্বাচনের ট্রেনও আপন গতিতে চলতে থাকবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করা সংক্রান্ত সিইসি’র ঘোষণায় একমত প্রকাশ করে কাদের বলেন, ‘তার (সিইসি) সঙ্গে দ্বিমত প্রকাশের সুযোগ কোথায়? জাতীয় নির্বাচন যেভাবে হয়েছে, উপজেলা নির্বাচনও শিডিউল অনুযায়ী হবে।’
উপজেলা চেয়ারম্যান পদে নাম পাঠানো নিয়ে অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘কোনও অভিযোগ থাকলে মনোনয়ন বোর্ড খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে কার ভাই, কার বোন, কার ছেলে সেটা বিষয় নয়। প্রশ্ন হচ্ছে, কার জনপ্রিয়তা বেশি, কে উইনেবল। তাদের আমরা মনোনয়ন দেবো।’
উপজেলা পর্যায়ে মনোনয়নের বিষয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘কোনও উপজেলায় নিয়ম অনুযায়ী নাম আসলে, তার জনপ্রিয়তা থাকলে, দলের ভূমিকাটা আত্মীয়তার জন্য ঢাকা পড়বে, এটা ঠিক না।’