‘হারলে সমালোচনা হবে, হোক’

2

 

স্পোর্টস ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে যে দুটি দেশের বিপক্ষে তিনটি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ, সেই দুই দেশ কিরগিজস্তান ও ফিলিস্তিনের ফিফা র‍্যাংকিং ১০১ ও ১০২। বাংলাদেশের চেয়ে ৮৬ ধাপ এগিয়ে তারা। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলও বেশ শক্তিশালী। তাই এই তিন ম্যাচে বাংলাদেশের চেয়ে প্রতিপক্ষরাই থাকবে ফেভারিট। অনেক কাঠখড় পুড়িয়ে বাফুফে দুটি শক্তিশালী দেশের বিপক্ষে ম্যাচগুলো আয়োজন করতে পেরেছে। সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই ম্যাচ তিনটি গুরুত্বপূর্ণ জেমি ডে’র দলের জন্য। আমি শক্তিশালী দলের বিপক্ষেই খেলব।
আমি ভাল ফলের চেষ্টা করব। এতেই দলের ট্রেনিং হবে। তাই ফল যাই হোক, ম্যাচ তিনটি খেলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। বাংলাদেশ কিরগিজস্তান গিয়ে ৫ সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে, ৭ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।