হাবু দাশের গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

13

হাবু দাশের পুরো নাম বিশ্বেশ্বর দাশ। প্রায় ষাট বছর আগে প্রেসের কম্পোজিটর হিশেবে চাকরি করাকালীন তিনি নিজের ভাবনার প্রকাশ হিসেবে লিখতে শুরু করেন। পরবর্তীতে তিনি কপড়ের ব্যাবসায় যোগ দিলেও সৃজনশীলতার চর্চা ছিল লেখালেখিতে। ছাইছাপা সেই লেখা গল্পগুলো নিয়ে তার সন্তানেরা প্রকাশ করেছেন হাবু দাশ এর গল্প সংকলন। আর বইটির মোড়ক উন্মোচনে এই কথা বলেন সাংবাদিক কামরুল হাসান বাদল। সাথে উপস্থিত ছিলেন ড. আজাদ বুলবুল। যিনি মনে করেন বইটি সেই সময়ের সমাজ বাস্তবতার দলিল।
গতকাল বইমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকাশক অধ্যাপক শামসুদ্দিন শিশির, নাট্যকর্মী অসিত দাশ পুলক, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, রাজনৈতিক কর্মী শৈবাল বড়ুয়া, সুরকার ডা. দীপংকর দে এবং হাবু দাশের পরিবারের সদস্য দেবাশিষ দাশ, শুভাশিষ দাশ, জয়াশিষ দাশ সহ অন্যান্য সদস্যরা। বিজ্ঞপ্তি