হাতি হত্যায় পিতা-পুত্র কারাগারে

9

নিজস্ব প্রতিবেদক

হাতি হত্যায় জড়িত থাকার অভিযোগে বন বিভাগের করা একটি মামলায় পিতা-পুত্রকে কারাগারে পাঠিয়ে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মো. আবুল হাসেম ও তার ছেলে সাহাব উদ্দিনকে কারাগারে পাঠায় চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রাম বন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াছমিনের আদালত এ আদেশ দেন। কারাগারে যাওয়া আবুল হাসেম (৫৩) রাঙ্গুনিয়া উপজেলার জয়নগর গ্রামের মৃত মাইবা আহাম্মদের ছেলে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সফিকুল ইসলাম বলেন, ২০১৯ সালের ১৯ নভেম্বর চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের নারিশ্চা বিটে বৈদ্যুতিক লাইনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতি মারা যায়। বনে অবৈধভাবে বিদ্যুৎ লাইনের বেড়া দিয়ে হাতি হত্যার ফাঁদ তৈরি করেন আবুল হাসেম ও তার ছেলে সাহাব উদ্দিন। ওই সময় তাদের বিরুদ্ধে চট্টগ্রাম বন আদালতে মামলা হয়। ওই মামলায় বৃহস্পতিবার তারা বন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।