হাতির ঝিলের আদলে নগরীতেও হবে বারইপাড়া ঝিল

43

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বুকে দৃষ্টিনন্দন ও সুষ্ঠু পরিকল্পনার একটি দৃষ্টান্ত হলো হাতিরঝিল। রাজধানীরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাতিরঝিলের সৌন্দর্য্য অবলোকন করতে মানুষের ভিড় যেন নিত্যদিনের চিত্র। বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন এবং শ্রীবৃদ্ধি করার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। তারই আদলে বন্দরনগরীতেও ঝিল করার পরিকল্পনা হাতে নিয়েছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি পূর্বদেশকে জানান, ‘নগরীর জলাবদ্ধতা নিরসনে বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী পর্যন্ত নতুন খাল খনন প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়েছে। খালের দুই পাড়েই থাকবে সড়ক। দুই পাশের গাড়ি চলাচলে থাকবে বেশ কয়েকটি সেতু। এ সেতুগুলোকে রাজধানীর হাতিরঝিলের মত রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ব্রিজগুলো উচ্চতা বাড়ানো হবে যাতে নৌকা চলতে পারে। যানজট আর যান্ত্রিকতার বাইরে গিয়ে মানুষ যেন শহরের বুক চিড়ে নৌকায় চড়তে পারে।’
জানা গেছে, ২ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ খালটি হবে ৬৫ ফুট চওড়া। খালের দুই পাশে ২০ ফুট করে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ দুটি রাস্তা হবে এবং ছয় ফুট প্রস্থের দুটি করে ওয়াকওয়ে হবে। বারইপাড়া হাইজ্জারপুল থেকে শুরু হয়ে খালটি নূর নগর হাউজিং, ওয়াইজের পাড়া, বলিরহাটের বলি মসজিদের উত্তর পাশ দিয়ে কর্ণফুলী নদীতে মিশবে। খাল খনন শেষ হলে পূর্ব-পশ্চিম ও দক্ষিণ শুলকবহর, চান্দগাঁও, নাসিরাবাদ, মোহরা, পূর্ব ও পশ্চিম ষোলশহর, বহদ্দারহাট, বাকলিয়া ও চাক্তাই সংলগ্ন এলাকার মোট আটটি ওয়ার্ডের ১০ লাখ বাসিন্দা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে কর্মকর্তাদের প্রত্যাশা।
একই বিষয় নিয়ে গতকাল পলোগ্রাউন্ড জনসভার প্রচার সেলের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আরো বলেন, ‘চট্টগ্রাম উন্নয়নে বারইপাড়া খাল খননে নানা জটিলতার কারণে অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় এক হাজার তিনশত কোটি টাকার অধিক ব্যয়ে খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। এই খনন কাজ দ্রুত সম্পন্ন হলে ঢাকার হাতিঝিলের আদলে চট্টগ্রাম নগরীতে আর একটি ঝিল তৈরি করা সম্ভব হবে। চট্টগ্রাম নগরীতে বাস টার্মিনালের অপ্রতুলতার কারণে যে যানজটের সৃষ্টি হয় তা থেকে উত্তরণের জন্য কুলগাঁও বাস-ট্রাক টার্মিনাল প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর যানজট অনেকাংশে হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে শেখ হাসিনার জনসভায় দলে দলে যোগদান করার জন্য নগরবাসির প্রতি আহবান জানান।’