হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে গণস্বাক্ষর

27

 

দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ির অন্যতম প্রবেশদ্বার হাটহাজারী বাসস্ট্যান্ডে প্রতিদিেিনর নিত্য তীব্র যানজট নিরসণে ফ্লাইওভারের দাবিতে সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে হাটহাজারীর সর্বস্তরের জনসাধারণ। শুক্রবার (১১ জুন) হাটহাজারী বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও চট্টগ্রাম নাজিরহাট-খাগড়াছড়ি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলম মঞ্জু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আলহাজ ইউনুস গণি চৌধুরী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইউনুস চৌধুরী গণি চৌধুরী ফ্লাইওভারের দাবিতে একাত্বতা প্রকাশ করে বলেন, হাটহাজারীবাসীর দীর্ঘদিনের দাবি হাটহাজারী বাসস্ট্যান্ডে একটি ফ্লাইওভার নির্মাণ করা হলে জনদূর্ভোগ অনেকটা কমে যাবে। তনি ফ্লাইওভার নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সরকার জনগণের দুর্ভোগ লাঘবে হাটহাজারীতে দ্রæত ফ্লাইওভার নির্মাণ করবে এটাই আমাদের সকলের কামনা। তাছাড়া সভাপতির বক্তব্যে মনজুরুল আলম মঞ্জু বলেন, একজন যাত্রীর চট্টগ্রাম নগরী হতে হাটহাজারী বাসস্ট্যান্ডে আসতে ৩০ মিনিট সময় লাগলেও হাটহাজারী বাসস্ট্যান্ড হতে হাটহাজারী বাজারে কয়েক মিনিটের পথ অতিক্রম করতে ঘন্টা লেগে যাচ্ছে। এতে সময় নষ্টের পাশাপাশি জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সময় তিনি যানজট নিরসণে হাটহাজারী বাসস্ট্যান্ড প্রয়াত সাবেক সংসদ সদস্য এম. এ ওহাবের নামে একটি ফ্লাইওভারের দাবি জানান। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান ও চেতনা একাত্তর হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক ইকবাল বাপ্পি সঞ্চালনায় গণস্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শামিম, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম, দেলোয়ার হোসেন মিন্টু, পৌরসভা যুবলীগের সাংস্কৃতিক রকিবুল ইসলাম, নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুণ ও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহেদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সহায়ক কমিটির সদস্য ওসমান কবির রাসেল, নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি রহুল আমিন, যুগ্ম সম্পাদক ফারুক খাঁন, মো. জাফর আলম, প্রচার সম্পাদক মো. জসিম, শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জসিম, হাবিবুর রহমান রাজু, মো. হানিফ, মো. জাবেদ ও লাইন নিয়ন্ত্রক আবদুর রহমানসহ মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ। সমাবশে বক্তরা বলেন, যানজটমুক্ত করতে ফ্লাইওভারের বিকল্প নেই। দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এবং রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া থেকে শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় আসলেই রাত-দিন ঘণ্টার পর ঘণ্টা যানজটের কারণে যাত্রীদেরকে আটকে থাকতে হয়। এতে করে যাত্রীদের সময় অপচয় হওয়ার কারণে সময় মতো তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারে না। এতে চরম দুর্ভোগে পড়ে উভয় দিকে যাত্রীরা।