হাটহাজারী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ব্লেজার বিতরণ

60

চলছে শীতের মৌসুম। কনকনে ঠান্ডা, আবার মাঝেমধ্যে তীব্র শৈত্যপ্রবাহ। এমন শীতের ভোরে আমরা যখন গরম লেপের নিচে পা দুটো জড়োসড়ো করে ঘুমানোর সময় উষ্ণ আরাম অনুভব করি, ঠিক তখনি হাটহাজারী পৌরসভার বাসিন্দা, দোকানপাট, অফিস পাড়া, শিল্পকারখানার ২০ টন আবর্জনা সরানোর কাজ শুরু করে ১৭ জন পরিচ্ছন্নতা কর্মী। এসব পরিচ্ছন্নতা কর্মীর অনেকেরই টানাপোড়েনের সংসার। এ শীতে তাদের গায়ে থাকে না ভাল মানের গরম কাপড়। তাই তাদের জন্য এবার সেলাই করা হল ব্লেজার। আর সেটি তাদের ডেকে এনে গায়ে পরিয়ে দিলেন পৌর প্রশাসক নিজেই। পরিচ্ছন্নতা কর্মীদের সম্মানিত করার এমন বিরল নজির স্থাপন হল হাটহাজারী পৌরসভায়। এ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। তিনি আরও বলেন, করোনাকালে আমরা অনেক সম্মুখ যোদ্ধার কথা শুনেছি। আমার দৃষ্টিতে আরও একটা গ্রূপ আছে যারা করোনাকালে নীরবে কাজ করে গেছেন। যারা ডাস্টবিনের দুর্গন্ধযুক্ত ময়লা পরিষ্কার করে শহরকে বসবাস উপযোগী রাখেন। তারা হচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী। এদের জন্য কিছু করার সুযোগ হচ্ছিল না। এ শীতে তাদের অনেকেরই নাই ভালো একটা সোয়েটার। তাই তাদের প্রত্যেককে টেইলার্সে নিয়ে গিয়ে ব্লেজারের মাপ নেওয়া হয়। তাদের মন মতো রঙের ব্লেজার সেলাই করে গায়ে তুলে দিলাম।