হাটহাজারী ইউএনও মোহাম্মাদ রুহুল আমিনের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়

60

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন এর সাথে হাটহাজারী প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা গত ২৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভার শুরুতে জন প্রশাসন পদক-২০১৯ অর্জন করায় ইউএনও মোহাম্মাদ রুহুল আমিনকে সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার নাথ, যুগ্ম-সম্পাদক সৈয়দ নুরুল আবছার, বিজয় কুমার দত্ত, মো. মুজিবুর দৌলা, সুজন তালুকদার, সৈয়দ আবু এমরান, আশরাফুল আলম, দেবাশিষ বিশ্বাস, মুনা বড়–য়া, আরকে মুহুরী, মো. ইব্রাহিম, সাহাবুদ্দীন চৌধুরী, মো. আলী হাছান, মাহাবুল আলম, জহিরুল ইসলাম, লিটন পাল প্রমুখ। বিজ্ঞপ্তি

লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিবে ওয়ার্ল্ড ভিশন ও বিএনকেএস

লামা প্রতিনিধি

চলতি বর্ষা মৌসুমে বান্দরবানের লামা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তরা পাবেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বলিপাড়া নারী কল্যাণ সমিতির (কিএনকেএস) নগদ অর্থ ও ত্রাণ সহায়তা। বেসরকারীভাবে এ প্রথম পৌরসভা, লামা সদর ও ফাঁসিয়াখালী ইউনয়নে ক্ষতিগ্রস্ত ৭১০ ক্ষতিগ্রস্ত পরিবার পাবেন এ সহায়তা। এ উপলক্ষে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে সংস্থা দুটির যৌথ উদ্যোগে বন্যা দূর্গতদের সহায়তা প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মৎস্য কর্মকর্তা জয় বর্ণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার আস্টিন হীরা, বিএনকেএস’র পরিচালক পেশাল চাকমা বিশেষ অতিথি ছিলেন। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে সংস্থা দুইটির লক্ষ, উদ্দেশ্য ও কার্যক্রমের নিয়ম নীতিসহ বিস্তারিত তুলে ধরা হয়। উল্লেখ্য, সম্প্রতি প্রবল বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে লামা পৌরসভা, লামা সদর ও ফাঁসিয়াখালী ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়ে সহস্রাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর আর কোন বেসরকারী সংস্থা বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসেনি।

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের হামলায় এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছে। গত ২৪ জুলাই রাতে মরিয়মনগর ডিসি সড়কের উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন মাজার এলাকায় এ ঘটনা ঘটে। তার নাম জাহিদুল ইসলাম কাঞ্চন (৩০)। সে উপজেলার লালানগর ইউনিয়নে ২নং ওয়ার্ড ফকির পাড়া এলাকার আবুল কাশেমের পুত্র এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. ইউনুচ। হামলায় তার ডান হাতের বাহুতে গুলি লেগে গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলের ২৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের পরিবার। স্থানীয় ইউপি সদস্য কাজী মো. মঈন বলেন, কাঞ্চন রাতে একটি বিয়ে অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়ি সংলগ্ন মরিয়মনগর ডিসি সড়কে পৌছালে পেছন থেকে অতর্কিত দুটি সিএনজি অটোরিক্সায় আসা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলিটি তার ডান হাতের বাহুতে লাগে। তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সিরাজুল করিম বিপ্লব বলেন, তার অবস্থা আশংকাজনক এবং এখনো জ্ঞান ফেরেনি। তাই এ হামলা কারা এবং কি জন্য করেছে সে বিষয়ে এখনো জানা যায়নি। তবে হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, হামলার বিষয়ে শুনেছি। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। লালানগরেও অভিযান চালিয়ে অস্ত্রধারী ও যোগানদাতের আইনের আওতায় আনা হবে। রাঙ্গুনিয়া প্রতিনিধি