হাটহাজারীর মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

26

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীর মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নেয়ামত উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। আরও উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, আনিস উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, শেখ মোহাম্মদ ইফসুফ, নুরুল আলম, আবুল কাশেম ও পলি রাণী মুহুরী।
সমাবশে প্রধান অতিথি বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের আলোকিত মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে হবে। তাদের হাতেই ন্যস্ত হবে আগামী দিনের নেতৃত্ব। বাংলাদেশেকে নেতৃত্ব দিতে হলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ভালভাবে লেখাপড়া করার কোন বিকল্প নেই। তাদের সুরক্ষার প্রথম দায়িত্ব অভিভাবকের। আপনাদের সন্তান কোথায় যায়, কি করে তা অভিভাবকদের খেয়াল রাখতে হবে।