হাটহাজারীর নাজিরহাট কলেজের প্রতিষ্ঠাতাদের স্মরণসভা

13

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীর নাজিরহাট কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মওলানা আফজল আহমদ চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী ও প্রতিষ্ঠাতা সহযোগি মরহুম আব্দুর রশিদ চৌধুরী, মরহুম খান সাহেব হাফেজুর রহমান চৌধুরী, মরহুম ফুল মিঁয়া সওদাগরসহ অন্যান্যদের স্মরণে পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ জানুয়ারি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। কলেজের সহকারী অধ্যাপক শাহ জামান সরকার এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য অধ্যক্ষ মো. ইদ্রিচ, মো. আলমগীর মিয়া, ডা. মো. নিজাম মোর্শেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক চৌধুরী ও অধ্যাপক শিরিন আকতার। সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক কে. এম. মহিউদ্দীন, অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন, অধ্যাপক আ.ফ.ম. মোস্তফা প্রমূখ। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন সহাকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ দেলাওয়ার হোসেন। প্রতিষ্ঠাতাদের মহত্বকে স্মরণে রেখে এদিন কলেজের অনার্স শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উৎসর্গ’ কর্তৃক বিনামূল্যে বøাড গ্রæপিং এবং রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।