হাটহাজারীতে ১৫৬ জন ইউপি সদস্যের শপথ গ্রহণ

22

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ সংরক্ষিত ও সাধারণ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়। এতে শপথ বাক্য পাঠ করান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।
উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথের সঞ্চালনায় উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নাবিল ফারাবি, উপজেলা সমাজসেবা বিষয়ক কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (গোয়েন্দা) আমির হোসেনসহ উপজেলার ১৩টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সচিব এবং গণমাধ্যমকর্মীবৃন্দ। প্রসঙ্গত, গত বছরের ২৮ নভেম্বর সারাদেশের ন্যায় তৃতীয় দফায় উপজেলার ১৩টি ইউপিতে অনুষ্ঠিত নির্বাচনে ৪শ ৭৭ জন সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করে ৩২ সংরক্ষিত মহিলাসহ ১৪৪ জন সদস্য জয় লাভ করে। এরআগে সাতটি ইউনিয়নে ৭ সংরক্ষিত মহিলা সদস্য এবং ৫ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল।