হাটহাজারীতে ১০২ লিটার মদসহ এক যুবক আটক

25

হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন থেকে ১০২ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। এসময় ১টি সিএনজি ট্যাক্সি ও ১ মোটরসাইকেল জব্দ করে। আটককৃত ওই যুবকের নাম মো. মাসুম (৪০)। আটককৃত মাসুম উপজেলাধীন চসিক ১নং দক্ষিণ পাহাড়তলীর খিল্লাপাড়া এলাকার মুরুব্বী কলোনীর পরিবার-পরিজন নিয়ে বসবাস করত বলে জানান থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা। গত রোববার ২৮ জুন দিবাগত রাতে উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের যুগীরহাটস্থ সাব-রেজিস্টার বাড়ী মসজিদ সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত মাসুম নগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর আবু সওদাগরের বাড়ির মৃত মো. আনোয়ার হোসেন প্রকাশ ফকির আহাম্মদের পুত্র বলে জানা গেছে। থানা পুলিশ সূত্র জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত ইউনিয়নের যুগীরহাটস্থ সাব-রেজিস্টার বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১টি সিএনজি ট্যাক্সি ও ১টি মোটর সাইকেলসহ মাসুমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে হাটহাজারী মডেল অফিসার ইনচার্জ মো. মাসুদ আলম জানান, দেশীয় তৈরী ১০২ লিটার মদ ও ২টি যানবাহনসহ মাসুম নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানা পুলিশ বাদী হয়ে এক মামলা (নং-২৭) রুজু করেছে। গত সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া যানবাহন ২টি থানা হেফাজতে রয়েছে বলে তিনি জানান।