হাটহাজারীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জনসচেতনতামূলক প্রচারণা

32

নো মাস্ক, নো সেল-এ শ্লোগান নিয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী জনগণকে মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং স্বাস্থ্য বিধি মানার বিষয়ে সচেতন করার লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারীতে প্রচারণা চালাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যবসা প্রতিষ্ঠান ও গরুর হাটে শারীরিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। যার ধারবাহিকতায় গত ২৭ জুলাই হাটহাজারী বাসস্ট্যান্ড, গরুর হাট ও রেল লাইনের পাশে পথচারী, ব্যবসায়ী, ক্রেতা ও নানা শ্রেণি পেশার মানুষের হাতে মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। এভাবে ঈদ পূর্ববর্তী সময়েফোর এইচ গ্রæপ নামে একটি গার্মেন্টস কোম্পানির দেয়া দেড় হাজার পিস মাস্ক জনগণের মাঝে বিতরণ করা হবে।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম ইমতিয়াজ হোসাইন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহতাব উদ্দিন আহমেদ। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন জানান, জনগণকে মাস্ক পরিধান করে বাইরে বের হতে উৎসাহিত করতে আমরা এ ধরণের প্রচারণা চালাচ্ছি। প্রচারণাকালে ব্যবসায়ীদের বলা হয়েছে, ক্রেতারা মাস্ক না পড়লে কোনো পণ্য বিক্রি না করার জন্য। এক্ষেত্রে ১৫শ পিস মাস্ক সরবরাহ করার জন্য ফোর এইচ গ্রæপ নামে একটি গার্মেন্টস কোম্পানিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তাদের মতে শারীরিক দূরত্ব বজায় রেখে সুরক্ষিত থাকার জন্য গুরুত্বপূর্ণ এসব পরামর্শ দেওয়াটা স্বাস্থ্য কর্মকর্তাদের একটি মহতি উদ্যোগ।