হাটহাজারীতে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের স্মরণসভা

17

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী উপজেলাধীন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। গত ১৮ মে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়ায় কলেজে মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সুযত পাল। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন। সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। এছাড়া কলেজ প্রতিষ্ঠাতা সৈয়দ ওয়াহিদুল আলমের জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন গভর্নিং বডির সদস্য সৈয়দ আবু তালেব, আবদুল কাইয়ুম, সৈয়দ নেছার উদ্দীন বুলু, মনজুর আলম, অধ্যাপক ফারজানা আবেদীন ও অধ্যাপক সমীর কান্তি রুদ্র। সভায় বক্তারা সৈয়দ ওয়াহিদুল আলমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও স্মৃতিকথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং হাটহাজারীর মানুষের কল্যাণ, শিক্ষা প্রসার ও দেশের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন।