হাটহাজারীতে শিক্ষকদের সৃজনশীল পদ্ধতির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

72

হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড়স্থ রওশন গ্রামার স্কুলের (জাতীয় পাঠ্যক্রমের ইংরেজি মাধ্যম স্কুল) শিক্ষকদের সৃজনশীল পদ্ধতির প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গত ২৯ জুন উক্ত স্কুলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় রওশন গ্রামার স্কুলের চেয়ারম্যান আবু ছিদ্দিক উক্ত কর্মশালার উদ্বোধন করেন। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম এর প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ফরিদুল আলম। এ সময় বক্তব্য রাখেন রওশন গ্রামার স্কুলের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম আরজু, হাটহাজারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও রওশন গ্রামার স্কুলের পরিচালক ফরিদ আহমদ ও পরিচালক শাহজাহান সিরাজ বাবুল। এ ব্যাপারে রওশন গ্রামার স্কুলের অধ্যক্ষ মেজর (অব.) নুরুল হুদা জানান, শিক্ষকদের সৃজনশীল পদ্ধতি সম্পর্কে অবগতকরণ, সৃজনশীল পদ্ধতিতে ছাত্রদের পাঠদানসহ শিক্ষকদের শিক্ষকতায় দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে স্কুলে এ প্রশিক্ষণ কর্মশালা। সকল শিক্ষক-শিক্ষিকার সতেজপূর্ত অংশগ্রহনে অত্যন্ত সুন্দর ও সুচারুভাবে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।

কালুরঘাটে সেতুর
দাবিতে মুক্তিযোদ্ধাদের
অনশন ৬ জুলাই

দক্ষিণ চট্টগ্রামের গণ মানুষের প্রাণের দাবি বোয়ালখালী-কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণ দ্রুত বাস্তবায়নের দাবিতে মুক্তিযোদ্ধাদের অনশন কর্মসূচি আগামী ৬ জুলাই শনিবার। বোয়ালখালী উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাগণের আয়োজনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের অংশ গ্রহণে শনিবার সকাল ৮টা থেকে কালুরঘাট সেতুর পূর্বপাড়ে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হারুন মিয়া। এছাড়া কর্মসূচিতে কবিগান এবং প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হবে। এতে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. হারুন মিয়া। বিজ্ঞপ্তি