হাটহাজারীতে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

43

হাটহাজারীতে যৌতুকের জন্য জান্নাতুল কাউছার নামে এক গৃহবধূর উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ১১নং ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গাজীপাড়া ওয়ালিদ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এ গৃহবধূ বাদি হয়ে থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নং-৩৩) দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে ২৯ সেপ্টেম্বর মধ্যম মাদার্শা চাঁদ সুরুজ মিয়াজি বাড়ির মরহুম আবদুল কুদ্দুছের মেয়ে জান্নাতুল কাউছারের (২৫) সাথে ১১নং ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গাজী পাড়া ওয়ালিদ মাঝির বাড়ির আবুল হোসেনের ছেলে নুরুল হুদা জুনায়েদ (৩০) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তবে বিয়ের এক বছর না যেতেই শ্বশুর বাড়ির লোকজন বিভিন্ন বিষয় নিয়ে তাকে নির্যাতন করতেন। এক পর্যায়ে শ্বশুর নিজেই ব্যবসার জন্য পুত্রবধূর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। পুত্রবধূও একটু শান্তিতে সংসার করার জন্য তার ভাইদের কাছ থেকে ২০১৮ সালে ৩ অক্টোবর ২ লাখ টাকা এনে শ্বশুরকে দেন। এ টাকা দিয়ে শ্বশুর ব্যবসায় বিনিয়োগ করেন। বছর না পেরুতেই পুনরায় তিনি আরও ৩ লাখ টাকা দাবি করেন। তবে এবার পুত্রবধূ এ টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় তার ওপর নির্যাতন। তিনি বিষয়টি তার ভাইদের জানালে তারা শ্বশুর পক্ষের লোকজনের সাথে বসে নিষ্পত্তি করেন। এরমধ্যে চারদিন ধরে বাড়িতে একটি রুমে আটকে রেখে গত ১৬ জুলাই পুনরায় স্বামী, শ্বশুর ও শাশুড়ি এ গৃহবধূর উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। এমন নির্যাতনের চিহ্ন এ গৃহবধূর হাত, পা, পিঠ ও গলায় দৃশ্যমান রয়েছে। জান্নাতুল কাউছার নির্যাতনের বিষয়টি তার ভাইদের জানালে গত শুক্রবার তারা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তিনি তার স্বামী মোহাম্মদ নুরুল হুদা জুনায়েদ, শ্বশুর আবুল হোসেন ও শ্বাশুড়ি জান্নাতুল ফেরদৌসকে বিবাদী করে মামলা দায়ের করেন। নির্যাতনের শিকার জান্নাতুল কাউছারের ভাই মঈনুল আলম জানান, বিয়ের পর থেকে তারা যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। যৌতুকের জন্য শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করেছেন। এমনকি ২০১৮ সালে নির্যাতন চালিয়ে তারা ওষুধ খাওয়ায়ে আমার বোনের পেটের বাচ্চাও নষ্ট করে ফেলেছেন। আমি এর সুষ্টু বিচার দাবি করছি। এদিকে যৌতুকের জন্য নির্যাতনের শিকার জান্নাতুল কাউছারের অভিযুক্ত স্বামী নুরুল হুদা জুনায়েদ ও শ্বশুর আবুল হোসেনের কাছে ঘটনার সত্যতার ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা জানান, যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতনের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। তবে বর্তমানে অভিযুক্তরা পলাতক আছেন।