হাটহাজারীতে মন্দিরভিত্তিক শিশু শিক্ষার্থীদের ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্যবিধি কিট বিতরণ

39

হাটহাজারী উপজেলা প্রশাসনের আহবানে করোনা মহামারী নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব ঠেকাতে হাটহাজারী উপজেলার পৌরসভায় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে স্থাপিত মসজিদ ও মন্দির ভিত্তিক ৬৬০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ১৩২০ প্যাকেট ডিটারজেন্ট পাউডার (স্বাস্থ্যবিধি কিট) বিতরণ করা হয়েছে।
গত ২৬ নভেম্বর পৌরসভাস্থ রক্ষাকালী মন্দিরে শিশু শিক্ষার্থীদের মাঝে তাদের দৈনন্দিন ব্যবহারিক জামা কাপড় পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ডিটারজেন্ট পাউডার (স্বাস্থ্যবিধি কিট) বিতরণী অনুষ্ঠান রিমন মুহুরী সভাপতিত্বে রক্ষা কালী মায়ের মন্দিরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শরীফ উল্ল্যাহ। বক্তব্য রাখেন পৌররসভার সহায়ক সদস্য সুকুমার দে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার আবদুল হামিদ, সনাতন পল্লী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বিজয় দত্ত ও সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মাষ্টার পরিমল কান্তি দে প্রমুখ। উল্লেখ্য যে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কোভিড-১৯ ইমারজেন্সী রেসপন্স প্রোজেক্টের আওতায় এই উপজেলায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ দরিদ্র ও হতদরিদ্র পরিবারের জীবন ও জীবিকার মান অব্যাহত রাখাসহ পারিবারিক স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি কিট ও বিকাশের মাধ্যমে নগদ অর্থ বিতরণ কার্যক্রম বাস্তবায়িক করেছে। বিজ্ঞপ্তি