হাটহাজারীতে ভবন মালিকের বিরুদ্ধে মামলা

13

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে উচ্চক্ষমতা সম্পন্ন সঞ্চালন লাইন ঘেঁষে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিক রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় ভবনমালিক দুই সহোদরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিহতের পিতা আবুল কাসেম বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম। মামলার আসামিরা হলেন নির্মাণাধীন
ভবনের মালিক দুই সহোদর মো. ওসমান (২৬) ও শফিউল আজম (৪০)। তারা মেখল ইউনিয়নের রুহুল্লাপুর গ্রামের ২নং ওয়ার্ডের মুফতি ফয়জুল্লাহ সড়ক সংলগ্ন নন্না মিয়া মিস্ত্রী বাড়ির মৃত জহির আহাম্মদের পুত্র। ঘটনার একদিন অতিবাহিত হলেও পুলিশ এখনও ভবন মালিকদের গ্রেপ্তার করতে পারেনি। প্রসঙ্গত, গত ১০ আগস্ট পৌরসভা এলাকার পশ্চিম দেওয়াননগর মৌলভি পাড়া মমতাজ বাড়ির নির্মাণশ্রমিক রেজাউল করিম মেখলের রুহুল্লাপুর উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ঘেঁষা নির্মাণাধীন ভবনে দ্বিতীয় তলায় কাজ করতে যায়।তবে ওই ভবনমালিক মো. ওসমান সেফটির ব্যবস্থা না করে ভবনটিতে প্লাস্টারের
কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিমের মৃত্যু হয়।এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম ছুটিতে আছেন বলে জানান। তবে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত
আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।