হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

6

হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। গত সোমবার গাউছিয়া মার্কেটের তৃতীয় তলায় মোহাম্মদ ইমন (২০) নামে ওই কর্মচারী সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এসময় তার শরীরে আগুন ধরে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী থানা পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুরে কলাবাগান এলাকার গাউছিয়া মার্কেটের ‘ক্লাসিক থাই অ্যালমনিয়াম’ নামে একটি দোকানের কর্মচারী ইমন সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎলাইনে স্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে মাটিতে পড়ে যায়। এসময় তার শরীর ৭০ শতাংশ পুড়ে যায়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত ইমনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করায়। পরে তার অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।