হাটহাজারীতে বন বিভাগের অভিযানে কাঠ জব্দ

8

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে বন বিভাগ অভিযান পরিচালনা করে পৌরসদর এলাকা থেকে ২৮ টুকরো (৫০ ঘনফুট) আকাশ মনি গোল কাঠ জব্দ করেছে। গত ২২ জানুয়ারি বিকেলে হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে পৌরসভার মীরেরহাট এলাকা অভিযার চালিলে অবৈধভাবে পাচারের সময় এসব আকাশ মনি গোল কাঠ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. ফজলুল কাদের চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী রেঞ্জের অধীনে পৌরসদরস্থ মিরেরহাট এলাকা থেকে জিপ গাড়ি (চাঁদের গাড়ি) ভর্তি ২৮ টুকরো (৫০ ঘনফুট) আকাশ মনি কাঠ আটক করা হয়। এ সময় অবৈধভাবে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য অর্ধ লক্ষ টাকা।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযান চলমান থাকবে। অভিযানে অফিস সহকারী আশু দাশ, এফজি হাসমত আলী, এফজি শাহ আলম, সুরুজ মিয়া ও জুয়েল খান সহযোগিতা করেন।