হাটহাজারীতে পুকুর ভরাট করায় এক লাখ জরিমানা

9

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে পুকুর ভরাট করায় পুকরের মালিক সুবল ধরকে এক লাখ টাকা জরিমানা (অর্থদন্ড) করেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যা ৭টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম এ জরিমানা করেন। সুবল ধর চিকনদন্ডী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ক্ষেতপাল বাড়ি এলাকার বাসিন্দা মথুরাম মোহন ধরের পুত্র। জানা গেছে, ক্ষেতপাল বাড়ির পাশে কল্পনা ক্লাব সংলগ্ন এলাকায় পুকুর ভরাটের অভিযোগ উঠে সুবল ধরের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টায় ইউএনও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও অন্যদের নিয়ে পুকুর ভরাটের স্থান পরিদর্শন করেন। অভিযুক্ত সুবল ধর অবৈধভাবে পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এ তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।