হাটহাজারীতে পাচারের সময় জীপসহ সেগুন কাঠ জব্দ

19

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী রেঞ্জের আওতাধীন শোভনছড়ি চুরকারহাট বাজার এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় চাঁদের গাড়িসহ (জিপ গাড়ি) ২৭ টুকরো ৪৬ ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ করেছে স্থানীয় বনবিভাগ। গত ৪ জানুয়ারি হাটহাজারী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত এসব সেগুন গোল কাঠের আনুমানিক ম্ল্যূ ১ লাখ টাকা। উক্ত অভিযানের শোভনছড়ি বিট অফিসার খন্দাকার মনিরুল ইসলাম, অফিস সহকারী আশু দাশ, এফজি হাসমত আলী ও এফজি আমির হোসেন সহযোগিতা করেন। এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী রেঞ্জের অধীনে নাজিরহাট শোভন ছড়ি বিট এলাকা চুরকার হাট বাজার এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় ২৭ টুকরো সেগুন গোল কাঠ ৪৬ ঘনফুট (জিপ গাড়ি) চাঁদের গাড়ি আটক করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। এছাড়া জব্দকৃত কাঠ ও চাঁদের গাড়ী নাজিরহাট রেঞ্জ ডিপোতে বুঝিয়ে দেওয়া হয় এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।